এই নিয়ম মেনে চলুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে না!

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট :
বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যেই ঝগড়া কম বেশি সবারই হয়ে থাকে। এই ঝগড়া বা মনোমালিন্য অনেকের সহজে মিটে গেলেও কারো কারো জীবনে তা বয়ে নিয়ে আসে বিচ্ছেদের সুরও।
জীবনকে শুধুই সুখকর করে তুলতে তাই স্বামীরা কিছু বিশেষ নীতিকে গুরুত্ব দিতে পারেন। যেমন-
১. ঝগড়ার পর্যায়ে একসঙ্গে দুজনেই রাগারাগি, চিৎকার চেঁচামেচি না করে স্ত্রীকে সুযোগ দিন রাগ উগরে দিতে।
২. পরিস্থিতি শান্ত হলে ঠিক তখনই ভুলগুলো নিয়ে আলাপ আলোচনারে পথে এগোন।
৩. স্ত্রীর কাছে স্বামী না হয়ে ওঠে প্রথমে একজন বন্ধু হয়ে উঠতে চেষ্টা করুন। এমন পরিবেশ তৈরি করুন যেন স্ত্রীর কাছে আপনি হয়ে উঠতে পারেন সবচেয়ে ভরসার জায়গা।
৪. নিজে একা বাজার না করে ছুটির দিনে স্ত্রী নিয়ে বাজার করুন। প্রতিদিনের ঘরের কাজে যতটা সম্ভব সাহায্যে হাত বাড়িয়ে দিন স্ত্রীকে।
৫. বিশেষ দিনগুলোকে মনে রাখতে চেষ্টা করুন। আর সেই দিনগুলোতে প্রকাশ করুন আপনার না বলা অনুভূতিগুলোকে।
৬. সব মানুষের জীবন একভাবে এগিয়ে যায় না। চলার পথে অনকে সময় ভুল হয়ে যায়। আর এই ভুল সম্পর্কের ক্ষেত্রেও হওয়া সম্ভব। এই পরিস্থিতিতে নিজের ভুল থাকলে তা স্বীকার করে সংশোধন করতে চেষ্টা করুন।
৭. নারী বন্ধুদের থেকে কিছুটা দূরত্ব রেখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনার ভুলের পরিমাণ বেশি থাকলেও স্ত্রী কখনই আপনার সঙ্গে ঝগড়া করবেন না।
আর এম/ এস ডি