সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে নিহত ১০


ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। জানা গেছে, একটি যাত্রীবাহী ভ্যানে করে সম্ভবত দুই ডজন অবৈধ অভিবাসীকে নিয়ে যাওয়ার সময় টেক্সাসের রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে।
টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সিকিউরিটি (ডিপিএস) এক বিবৃতিতে জানায়, টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের ফালফুরিয়াসের কাছে বড় ধরনের একটি দুর্ঘটনার তদন্ত করছেন তারা।
টেক্সাস হাইওয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় গাড়ির চালক এবং ৯ যাত্রী নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলো ওই যাত্রীবাহী ভ্যানটি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ৩০ জন আরোহী ছিলেন।
ডিপিএস-এর মুখপাত্র সার্জেন্ট নাথান ব্র্যান্ডলে এএফপিকে বলেন, ধারণা করা হচ্ছে ওই গাড়িতে থাকা যাত্রীরা অবৈধ অভিবাসী। তবে এ বিষয়ে বিভিন্ন দূতাবাসের সঙ্গে আমাদের কাজ করতে হবে।
এর আগে ডিপিএস-এর পক্ষ থেকে জানানো হয় যে, দুর্ঘটনার পর ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোরাচালানকারীরা প্রায়ই সীমান্ত থেকে অভিবাসীদের গাড়িতে গাদাগাদি করে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে।
আর এম/ তানভীর

স্মৃতি-বিস্মৃতির ২০২২ পেরিয়ে স্বাগত ২০২৩

বিশ্বকাপে ভক্ত-পরিবারের ভালোবাসাই মরক্কোর ‘জাদুর কাঠি’

বিশ্বকাপে সুইজারল্যান্ডকে কখনও হারাতে পারেনি ব্রাজিল

জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে ৪ কিশোরীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গোলাগুলি, নিহত ১০

‘যুক্তরাজ্যের নিরাপত্তার বড় হুমকি চীন-রাশিয়া-ইরান’
