আগামী সপ্তাহে ব্রিটেনে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে নামতে পারে


যুক্তরাজ্য অফিস
ব্রিটেন আরও একটি ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু এলাকায় সন্ধ্যায় তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী সপ্তাহ থেকে এমন ঠান্ডা শুরু হলেও এই সপ্তাহে আবহাওয়া এখনো সূর্যালোকের সাথে ঠান্ডা কুয়াশা বিরাজ করছে। ইতিমধ্যে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) ঠান্ডা আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করে করেছে। তারা মানুষকে ঠান্ডা আবহাওয়ার সতর্কতার পাশাপাশি শরীরকে স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছে। এছাড়া আগামী সপ্তাহে ঠান্ডা আবহাওয়ার সাথে দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশায় চলাচলে সতর্কতার জন্য বলা হয়েছে। ব্রিটেনের মধ্যাঞ্চল এবং দক্ষিনাঞ্চলের এলাকাগুলো এমন আবহাওয়ার মুখোমুখি হতে পারে।
মেট অফিসের আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের শুরুতে ঠান্ডা থাকবে। সকাল বাড়তে থাকলে আবহাওয়া পরিস্কার হওয়ার পাশাপাশি সূর্যালোক থাকবে সারাদিন। সন্ধ্যার দিকে আবহাওয়া কুয়াশাছন্ন হতে পারে এবং সারারাত ব্যাপী এমন থাকার পরে শেষ রাতের দিকে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে নামতে পারে। আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়া মৃদুমন্দ থাকতে পারে। এরপর পর্যায়ক্রমে তা কমতে থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃস্টি এবং ভারী বাতাস বইতে পারে।
মেট অফিসের চিফ আবহাওয়াবিদ ফ্রাংক স্যান্ডারস বলেন, সামনের দিনগুলোতে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা কমতে পারে। রাতে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৪-৫ ডিগ্রিতেও নামতে পারে। তুষারপাতের ক্ষেত্রে বলা হয়েছে, জানুয়ারি মাসের শেষের দিক হতে ফেব্রুয়ারির শুরুতে তুষারপাত হতে পারে। ব্রিটিশ ওয়েদার সার্ভিসের সিনিয়র আবহাওয়াবিদ জিম ডেল বলেন, ব্রিটেনে এখনো শীত যায়নি। সামনের দিনগুলোতে আবারও আরেকটি ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি হবে যুক্তরাজ্য।
আর এম/এম.জে

পূর্ব লন্ডনে পুলিশের গাড়ি ভাঙচুর করে চুরি করা গাড়ি নিয়ে চম্পট!

ফের বিপাকে বরিস জনসন!

কম পন্য না কিনেও যেভাবে আপনি মাসে ১২০ পাউন্ড বাঁচাবেন

ব্রিটেনে জ্বালানি বিল ফের ৮০০ পাউন্ড বাড়ছে

ব্রিটেনে পড়াশোনার চাপ সামলাতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

দেড় বছরে একজনের পার্কিং জরিমানা ১ লাখ ১৭ হাজার পাউন্ড
